মেঘনায় ট্রলারডুবি, ১৭ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো একটি মরদেহ উদ্ধার করা হলো। এ নিয়ে মেঘনায় ট্রলারডুবিতে নিহতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।
আজ সোমবার সকালে চরকিশোরগঞ্জ এলাকায় দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক পুরুষের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের তালিকা অনুযায়ী নিখোঁজ রয়েছেন আরো একজন।
এর আগে গতকাল রোববার দুপুরে চরকিশোরগঞ্জ এলাকায় দুর্ঘটনাস্থলের পাশে ভেসে উঠেছিল আরো চারজন পুরুষের লাশ।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রামপুরা বনশ্রী থেকে প্রায় ৫০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় একটি মেলায় যাচ্ছিল। পথে বিকেলে সোনারগাঁর চরকিশোরগঞ্জ এলাকায় ট্রলারটি ডুবে যায়।
ডুবুরি দল গত চার দিনে ১৬ জনের লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) রাব্বী মিয়া।