বস্তায় হাজারো সরকারি ট্যাবলেট, দুজন আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ দুজনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের পুরাতন জেলখানা সড়কের কাটলি সেতু থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম কাটলি এলাকার মোতালেব (৩২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কাটলি সেতু এলাকায় সন্ধ্যার পর ডিবির একটি দল অবস্থান নেয়। সে সময় দুই ব্যক্তি বস্তায় করে সরকারি ওষুধ নিয়ে পার হচ্ছিলেন। এ সময় তাঁদের আটক করা হয়।
নেত্রকোনা ডিবির উপপরিদর্শক (এসআই) শরীফুল হক জানান, দুজনের কাছ থেকে পাঁচ রকমের ১০ হাজার সরকারি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এসআই আরো জানান, এই ওষুধ চুরি করে বিক্রির সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করা হবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।