নেত্রকোনা শহরের মূল সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সোমবার নেত্রকোনা জেলা শহরের মূল সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। ছবি : এনটিভি
নেত্রকোনা জেলা শহরের মূল সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের চকপাড়া এলাকায় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ১০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান।
সড়কটি মোক্তারপাড়া থেকে রাজুর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সংস্কার করা হবে।
পৌরসভার প্যানেল মেয়র-১ আমির বাসারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ছাড়াও বক্তব্য দেন কাউন্সিলর আব্দুল হেলিম, হোসনে আরা খানম শিল্পী, বেবী চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী নূর নবী, সহকারী প্রকৌশলী জাহিদুল হাছান, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভার সার্ভেয়ার রফিকুল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া করা হয়।