মানিকগঞ্জে ভুয়া ডিবি পুলিশসহ আটক ২০

মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ব্যক্তিরা। ছবি : এনটিভি
মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক ভুয়া ডিবি পুলিশসহ ২০ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ওয়াকিটকি, পিস্তল, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান।
সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান বলেন, রোববার রাতে জঙ্গি ও মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান চলাকালে মানিকগঞ্জ শহর থেকে ডিবি পুলিশ পরিচয়ে বাবর আলী নামের এক প্রতারককে কথিত ওয়াকিটকি ও খেলনা পিস্তলসহ আটক করা হয়। এ ছাড়া অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৯ জনকে বিপুল মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।