জামায়াতের ডাকা হরতাল চলছে

জামায়াতের ডাকে আজ বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি বহাল রাখার প্রতিবাদে এ হরতাল ডেকেছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। বিবৃতিতে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, হরতালের শুরুতে রাজধানীসহ দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে কোনো পিকেটিং কিংবা মিছিলও করতে দেখা যায়নি সমর্থনকারীদের। রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, মৌচাক, মালিবাগ, মতিঝিলসহ বিভিন্ন স্থান থেকে এনটিভির প্রতিবেদকরা এ তথ্য জানিয়েছেন। সকালে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কম দেখা গেলেও গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া হরতাল উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল লক্ষ করার মতো।
গতকাল মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর এর পরপরই হরতালের ডাক দিয়ে বিবৃতি দেয় জামায়াত।