মানিকগঞ্জে অভিযানে ৯ জন আটক, মাদক উদ্ধার

মানিকগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে আজ বৃহস্পতিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আটকরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার মো. হোসেন (২৫), পাঞ্জনখানা গ্রামের মো. স্বপন হোসেন (২৬), মো. এজাজ হোসেন (২৭), সিঙ্গাইর উপজেলার গোপালনগর গ্রামের আব্বাস ফকির (৩৬), বিনোদপুর গ্রামের মন্তোষ দাস (৩৫), গবিন্দল উত্তরপাড়ার পরান আলী (৩৫), শিবালয় উপজেলার দক্ষিণ আড়া গ্রামের মো. আলমগীর হোসেন (২২), নিহালপুর গ্রামের বিজয় কুণ্ডু (৪২), সাটুরিয়া উপজেলার পাচুটিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময় ৭১টি ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়।