বিদ্যালয়ের পাশে পড়ে ছিল কিশোরের মরদেহ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আল আমিন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জারিয়া পূর্বপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে জারিয়া বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জারিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত জায়গায় লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলেই গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।