নেত্রকোনায় ট্রাকে বোমা হামলার অভিযোগ গঠন পেছাল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ট্রাকে পেট্রলবোমা হামলা মামলার অভিযোগ গঠন আগামী ২০ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার ৩০ জন বিএনপির নেতাকর্মী আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের সময় পেছানোর আবেদন করেন। পরে বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০ এপ্রিল মামলার অভিযোগ গঠনের দিন ঠিক করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জি এম খান পাঠান বিমল এবং আসামিপক্ষের আইনজীবী জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুল বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার বিরিশিরি ব্রিজের দক্ষিণ পাশে বালুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে চালকসহ দুজন দগ্ধ হন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। মামলায় ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আওয়ালসহ দলটির দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার ৪৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ব্যারিস্টার কায়সার কামালসহ ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আজ ছিল সেই মামলার অভিযোগ গঠনের দিন। আসামিপক্ষের আইনজীবী হিসেবে নূরুজ্জামান নূরু, মাহফুজুল হক, জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুল, আবুল হাশেম, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন মাহবুব, জিয়া উদ্দিন জিয়া, মোশাররফ হোসেন তমাল যুক্তিতর্কে অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নির্বাহী কমিটির সদস্য তানভীর জাহান চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ, শাহাবুদ্দিন রিপন, মনি চেয়ারম্যান, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক, কামরুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন।