অনূর্ধ্ব-১৮ ফুটবলে ঢাকা জেলা চ্যাম্পিয়ন

নেত্রকোনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবলের চূড়ান্ত খেলা শেষে ঢাকা জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় মোক্তারপাড়া মাঠে আজ শনিবার বিকেলে ঢাকা জেলা বনাম গাজীপুর জেলার মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, জামালপুর, শেরপুর ও স্বাগতিক নেত্রকোনাসহ আট জেলা অংশ নেয়। ১৫ দিন ধরে এ খেলা চলে।
হাজারো দর্শকের উপস্থিতিতে চূড়ান্ত পর্বের খেলায় ঢাকা জেলা একাদশ ২-০ গোলে গাজীপুর জেলা একাদশকে পরাজিত করে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় খেলায় অংশ নিয়ে দর্শকদের আনন্দ দেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য অমিত খান শুভ্র, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শামীম খান টিটু, আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল ফুয়াদ রেদুয়ান, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের নেত্রকোনা জেলা সভাপতি সাইফ খান বিপ্লব, সাবেক ফুটবলার মাসুদ খান জনি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী প্রমুখ।