জমি নিয়ে বিরোধ, লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাহতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মো. সেকুল মিয়া (৪৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে সাহ্তা গ্রামের সেকুল মিয়ার সঙ্গে একই গ্রামের নিজাম উদ্দিনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজামের বাড়ির সামনে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে নিজাম উদ্দিন লাঠি দিয়ে সেকুল মিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে সেকুল মিয়ার অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।