মানিকগঞ্জে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে বাসচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা পরিষদের ফটকের সামনে একটি বাসের চাপায় নিহত হন মুক্তার মল্লিক (৬০)।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক এনামুল হক জানান, বিকেলের দিকে মূলজান এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মুক্তার। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো ব ১১- ৪০২০) পেছন থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার নিহত হন।
বাসটি দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ধাওয়া করে জাগীর এলাকায় গতিরোধ করে বাসটি আটক করে।
এসআই এনামুল জানান, ময়নাতদন্তের জন্য মুক্তারের লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বাসটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।