উত্তরায় স্কুলছাত্র হত্যা : গ্রেপ্তার আরো ২

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানার পাগার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নুর আলম (১৯) ও করিম (২০)।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত থাকায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদনান হত্যা ঘটনায় তদন্তকারী পুলিশের হাতে থাকা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে তাঁদের শনাক্ত করা হয়।
এ পর্যন্ত আদনান হত্যায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উত্তরায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় স্কুলছাত্র আদনান কবিরকে (১৫) ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।