উত্তরায় স্কুলছাত্র হত্যা, তিন যুবকের ‘দায় স্বীকার’

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন যুবক দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিরা এ জবানবন্দি দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমানের আদালতে ফখরুল ইসলাম শ্রাবণ (১৮), ঢাকা মহানগর হাকিম মো. নূর নবীর আদালতে রাজিন আহমেদ হৃদয় (২০) ও ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মো. শাকিল সরকার (১৯) এ জবানবন্দি দেন।
জিআরও আরো জানান, জবানবন্দি শেষে বিচারক তিন যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে স্কুলছাত্র আদনান হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উত্তরায় বড়-ছোট দ্বন্দ্বের জেরে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় স্কুলছাত্র আদনান কবীরকে (১৫) ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।