ঘাটাইল উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুর রহিম মাওলানাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ বাড়ি ঘাটাইলের আনাহুলা ইউনিয়নের যুগীহাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবদুর রহিম ঘাটাইলের যুগীহাটি খন্দকারনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, আবদুর রহিম মাওলানার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি।