জুতার কারখানায় আগুন, বাবা-ছেলেসহ দগ্ধ ৩

রাজধানীর বংশালের টিকাটুলিতে একটি জুতার কারখানায় আগুন লেগে বাবা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সালাহউদ্দিন (৬০), তাঁর ছেলে পান্তু (১৮) ও কারখানার কর্মচারী নাজিম উদ্দিন (১৬)।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সালাহউদ্দিনের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলের শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, টিকাটুলির ১৪ নম্বর বাড়ির প্রথম তলায় কারখানাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে এই তিনজন আহত হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।