মানিকগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০, মাদক উদ্ধার

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ ২০ জনকে গ্রেপ্তার করার হয়েছে। গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান এ তথ্য জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) জাকির হাসান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) সামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরীসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে ওই ২০ জনের কাছ থেকে মোট ৬৭০ গ্রাম গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ছয় গ্রাম হিরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের নিজ নিজ থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলেও পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান জানিয়েছেন।