মানিকগঞ্জে নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি পাঁচদিনেও

পাঁচদিনেও মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া রানাদিয়া এলাকার নিখোঁজ স্কুলছাত্র রিমন উদ্দিন রকির (১২) সন্ধান মেলেনি। গত রোববার বাড়ি থেকে গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় রকি।
রকি গড়পাড়া রানাদিয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এদিকে, নিখোঁজ ছেলের জন্য মা-বাবাসহ গোটা পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোক বিরাজ করছে।
রকির বাবা জানান, তিনি জুয়েলারি দোকানে কাজ করেন। দুই ছেলের মধ্যে রকি বড়। সংসারে অভাব-অনটন থাকলেও নিজেদের মধ্যে কোনো কলহ ছিল না। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও কোনো বিরোধ বা শক্রতা নেই। এ অবস্থায় গত রোববার সকালে রকি খাবার খেয়ে সাড়ে ৯টার দিকে বইখাতা নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বের ওই বিদ্যালয়ে সে প্রতিদিনের মতো সেদিনও হেঁটে রওনা দেয়। বিকেলে ছুটির সময় পার হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় বিদ্যালয়ে খোঁজ নেওয়া হয়। শিক্ষকরা হাজিরা খাতা দেখে রকি বিদ্যালয়ে আসেনি বলে নিশ্চিত করেন। এরপর সম্ভাব্য স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। রকির কোনো সন্ধান না পাওয়ায় গত বুধবার তিনি (রকির বাবা) মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও জানান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। আর সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ছেলেটিকে উদ্ধারে পুলিশ সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান ওসি।