গাড়ি নেই, হেঁটে কারখানায় শ্রমিকরা

সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর উপকণ্ঠ সাভারে সাধারণ বাসযাত্রীদের পাশাপাশি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। গাড়ি না পেয়ে তাঁদের হেঁটে কর্মস্থলে যেতে হয়েছে।
আজ বুধবার ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার নবীনগর, বাইপাইলসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ভোগান্তির শিকার এক পোশাককর্মী জানান, দুদিন ধরে পরিবহন ধর্মঘটের ফলে তাঁরা সমস্যায় পড়েছেন। হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে। এতে তাঁদের প্রায় সারা দিনই রাস্তায় থাকতে হচ্ছে। এটা এক প্রকার অন্যায়।
এ বিষয়ে আরেকজন বাসযাত্রী যানান, গাড়ি বন্ধ থাকার কারণে খুবই কষ্ট হচ্ছে। বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। শ্রমিকদের কোনো দাবি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এভাবে গাড়ি বন্ধ করে, সাধারণ যাত্রীদের অযথা হয়রানি করে কোনো লাভ নেই।
সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলম সমর জানান, এই ধর্মঘট একেবারেই আইনবিরোধী ও রাষ্ট্রবিরোধী। শিল্প কলকারখানায় ও স্কুলে যেতে সমস্যা হচ্ছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ধর্মঘট প্রত্যাহার করা উচিত।