‘আমরা অফিস যেতে পারছি না আজ’

সারা দেশে পরিবহন মালিক-শ্রমিকদের আকস্মিক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার আহ্বান করা ধর্মঘটকে পরে কর্মবিরতি নামে প্রচার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আর এই ‘কর্মবিরতিতে’ বন্ধ রয়েছে সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল। এমন বাস্তবতায় গাড়ি না পেয়ে রাজধানীতে অফিসগামী লোকজন পড়েছেন চরম বিপাকে।
ধর্মঘটে গাড়ি না পেয়ে অসহায় এক অফিসগামী যাত্রী এনটিভিকে বলেন, ‘আমরা অফিস যেতে পারছি না আজ। স্কুল-কলেজগামী স্টুডেন্ট, ওরা স্কুলে যেতে পারছে না। এটা বিশাল হয়রানি।’
ধর্মঘটে নাকাল অবস্থায় পড়া আরেক ব্যক্তি এনটিভির কাছে অভিযোগ করে বলেন, ‘লঞ্চে আসছি সদরঘাট। সেখান থেকে এখান পর্যন্ত (গাবতলী) আসতে ৩০০ টাকা খরচ। এখন সাভার-নবীনগর যাব। গাড়ি পাচ্ছি না।’
আরেক যাত্রী বলেন, তিনি ৮টা থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু সকাল ১০টার পরও বাসের দেখা পাননি। মাঝেমধ্যে বিআরটিসির দু-একটি বাস আসে। তা-ও ভিড়ে ঠাসা।
অসুস্থ এক রোগী জানান, তাঁর আজ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু এই ধর্মঘটের কারণে তিনি সেখানে যেতে পারছেন না। অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আমার আজ সিএমএইচে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ধর্মঘটের কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।’
সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের মৃত্যুদণ্ড ও সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।