গলা কেটে ছেলেকে হত্যা, মা আটক

খাগড়াছড়ির মানিকছড়িতে শিশু ছেলেকে গলা কেটে হত্যা করেছেন মা। এ ঘটনায় পুলিশ ওই নারীকে আটক করেছে। শনিবার সকালে উপজেলার এয়াতলংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল জানান, এয়াতলংপাড়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী রওশন আরা বেগম (৩০) শনিবার সকাল ১০টার দিকে বাড়ির ভেতরে তাঁর ছেলে মো. মাঈন উদ্দীনকে (১০) দা দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় ছেলের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন তিনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। এরপর তিনি নিজেই পাশের বাড়িতে গিয়ে ছেলেকে গলা কেটে হত্যার কথা জানান। তাঁর স্বামী বাজার থেকে বাড়ি গিয়ে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার, চেঁচামেচি করেন। বিষয়টি জানার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ওই নারীকে আটক করা হয়।
এসআই মো. হেলাল আরো জানান, ওই নারী তাঁর ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর প্রথম স্বামী তাঁকে তালাক দিলে আবদুর রহিমের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। সে সময় এক বছর বয়সী মাঈনকে নিয়েই বর্তমান স্বামীর বাড়িতে আসেন তিনি। রওশন আরার ধারণা, তাঁর মৃত্যুর পর বর্তমান স্বামী ছেলেটিকে ভালোভাবে দেখাশোনা করবে না। এ আশঙ্কা থেকেই তিনি ছেলেকে গলা কেটে হত্যা করেছেন বলে ওই নারী জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, রওশন আরা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তিনি প্রায়ই অসংলগ্ন আচরণ করতেন।