মানিকগঞ্জে মাদক উদ্ধার অভিযানে ১২ জন গ্রেপ্তার

মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুদিনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর পবা উপজেলার দুর্গাপাড়া গ্রামের মাজহারুল ইসলাম ওরফে বিকাশ দাদা (৩৯), মানিকগঞ্জের শিবালয় উপজেলার আকতার হোসেন (২২), জুয়েল রানা (১৮), দৌলতপুর উপজেলার বাবুল হোসেন (২৪), হরিরামপুর উপজেলার বাহার আলী ভূঁইয়া (৩৫), সাটুরিয়া উপজেলার বিপ্লব চন্দ্র হালদার (৩২), ঘিওর উপজেলার রাজ্জাক হোসেন (৫৫), সিঙ্গাইর উপজেলার কবির হোসেন (৩৬), শওকত হোসেন (৩৫), হৃদয় হোসেন (২০), মানিক মিয়া (২২) এবং সদর উপজেলার উৎপল কুমার শীল (২১)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, জেলার অনেক স্থানে মাদকের ছড়াছড়ি। এসব মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ১ ফেব্রুয়ারি থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। এর অংশ হিসেবে গত দুদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাঁদের কাছ থেকে ৪২২টি ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ১৩ পুরিয়া হেরোইন ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
মাহফুজুর রহমান আরো বলেন, মাদকসহ আটকের পর কখনো কেউ কেউ তদবির করেন। আটকদের মাঝেমধ্যে ছেড়ে দেওয়ারও চাপ দিতে থাকেন। তবে মাদক আর জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নয়।