‘তথ্যপ্রযুক্তির অপব্যবহার মানুষকে ভুল পথে নিচ্ছে’

তথ্যপ্রযুক্তির সুবিধার পাশাপাশি এর অপব্যবহার মানুষকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এইচআর সামিটে (মানবসম্পদ সম্মেলন) রাশেদা কে চৌধুরী এ কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট চিটাগং দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদা কে চৌধুরী বলেন, ‘একদিকে তথ্যপ্রযুক্তি মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, অন্যদিকে আইসিটির অপব্যবহার কিছু মানবসন্তানকে ভুল পথে পরিচালিত করছে। এইচআর প্রফেশনালরা সেই জায়গায় আমার মনে হয় যেভাবে কাজ করেন, সেখানে তাঁরা বিশেষ দক্ষতা দেখাতে পারেন।’ দক্ষ মানবসম্পদ তৈরিতে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বের পাশাপাশি এইচআর কর্মীদের আইসিটি ক্ষেত্রেও অবদান রাখার আহ্বান জানান তিনি
এইচআর সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে দক্ষ মানবসম্পদ সৃষ্টি এখন সময়ের দাবি। প্রযুক্তিতে দক্ষতা ও মেধাভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে দেশের বিপুল জনসংখ্যা পিছিয়ে আছে মন্তব্য করে এর উন্নয়নের কথা বলেন তাঁরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট সালাহ উদ্দিন কাশেম খান, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর প্রেসিডেন্ট মো. মুশাররফ হোসাইন, মোহাম্মদ মাশুকুর রহমান খান ও ডা. ফরিদ এ সোবহানী।