ছাত্রলীগের ইটের আঘাতের আ.লীগ নেতাসহ আহত ১০

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে গোবরা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মোটরবাইকের কাগজপত্র যাচাই করা নিয়ে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এয়াকুব হোসেনের সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতার মোটরবাইকটি পুলিশ নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে শহরে বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
পরে অবরোধ তুলে নেওয়ার কথা বলতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সহ-সভাপতি শেখ রুহুল আমিন, পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজাসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই ) হাফিজুর রহমান ভূঁইয়া, কনস্টেবল মতিয়ার রহমানসহ ১০ জন আহত হয়। এ সময় পুলিশের একটি মোটরবাইকও ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘পুলিশ আমাদের এক নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলাম। কিন্তু অবরোধ চলাকালে অনাকাঙ্ক্ষিতভাবে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়।’
এ বিষয়ে সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘বুধবার রাতে আমরা একটি মোটরবাইক জব্দ করেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। অবরোধ প্রত্যাহার করে নিতে অনুরোধ করার জন্য সেখানে গেলে আমাদের ওপর হামলার ঘটনা ঘটে।’