বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসের চাপায় আহত হওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীর সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করা, চাপা দেওয়া বাসচালকের শাস্তির ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সোমবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে অবরোধ উঠিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
গতকাল রোববার সকাল ৯টার দিকে নিজেদের বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুপর্ণা মজুমদার (১৯) মারাত্মক আহত হন। ওই দিন দুপুরেই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে এখন তাঁর চিকিৎসা চলছে।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আজ সোমবারও তা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসচালককে সাময়িক বরখাস্ত এবং রোববারের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেন। আজ সোমবারও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।