মেয়ের বিয়ের বয়স নিয়ে প্রকাশিত খবর অসত্য : এমপি সালাহউদ্দিন

ময়মনসিংহ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মুক্তি দাবি করেছেন, একটি বিশেষ মহলের প্ররোচনায় প্রভাবিত হয়ে তাঁর দুই মেয়ের বিয়ে নিয়ে কয়েকটি মিডিয়া অসত্য, বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে।
আজ রোববার সন্ধ্যায় শহরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় তিনি, যেসব মিডিয়া খবর প্রকাশ করেছে তাদের প্রতি সত্য তুলে ধরে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।
এর আগে গত শুক্রবার জাঁকজমকভাবে সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তির দুই মেয়ে মাসকুড়া মীম পায়েল ও আফসানা মিম প্রিয়ন্তীর বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কয়েক নেতা, স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বড় মেয়ে পায়েলের স্বামী দুদকের কর্মকর্তা সাইদুজ্জামান নন্দন এবং ছোট মেয়ে প্রিয়ন্তীর স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান কায়সার। বিয়ের পর ছোট মেয়ের বয়স ১৮ বছরের নিচে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে এমপি বলেন, একটি কুচক্রী মহলের দ্বারা প্রভাবিত হওয়া পরিবেশিত সংবাদে তাঁর পরিবার ও জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মাত্র।
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তিনি বৃহৎ দুটি রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর মেয়ের বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য মিডিয়ায় এসেছে। ১৯৯৮ সালের ১ জানুয়ারি তাঁর ছোট মেয়ে আফসানা মিম প্রিয়ন্তীর জন্ম। সনদ অনুযায়ী বর্তমানে তার বয়স ১৯ বছর ১৮ দিন। সে মুক্তাগাছার রঘুনাথপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।