ধর্মঘট প্রত্যাহারের পর সাবেক এমপির গাড়িতে হামলা

মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট উপশহর মূল সড়কে এ ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাম হাতে কিছুটা আঘাতপ্রাপ্ত হন।
সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী জানান, সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠকে থেকে বেরিয়ে তিনি হামলার শিকার হন।
ওই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে সাবেক সংসদ সদস্য বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার ঘোষণার পরও শ্রমিকরা গাড়িতে হামলা চালিয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহনকারী প্রাইভেটকারটি নগরীর নাইওরপুল হয়ে সোবহানীঘাট উপশহর মূল সড়কের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে অবস্থানকারী পরিবহন শ্রমিকরা শফিকুর রহমানের গাড়ি এবং পেছনের পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
এ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।