১৪৯ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ

৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পদ স্বল্পতার কারণে ক্যাডার বা নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন ১৪৯ জন নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ পাচ্ছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাঁদের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, ব্যুরোসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ এবং ১৬/০৬/২০১৪ তারিখে জারিকৃত সংশোধিত বিধি অনুসরণ করে এ সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং কে কোন পদে নিয়োগ পাচ্ছেন তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.bpsc.gov.bd-তে পাওয়া যাবে।
১৪৯ জনের মধ্যে ৬০ জনকে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে ১৭ জন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৬ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা পদে ১২ জন, পাট অধিদপ্তরে মুখ্য পরিদর্শক পদে সাতজন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে নির্বাহী কর্মকর্তা পদ, পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্রাফট ইনস্ট্রাক্টর পদে ছয়জন করে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়ে এক্সামিনার অব অ্যাকাউন্টস পদে পাঁচজন, একই প্রতিষ্ঠানে পরিদর্শক পদে দুজন, জাতীয় সংসদ সচিবালয়ে চারজন, মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার পদে তিনজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে সহকারী তথ্য অফিসার পদে একজন, পরিবেশ অধিদপ্তরে জুনিয়র কেমিস্ট ও সহকারী কেমিস্ট পদে একজন করে, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে পরীক্ষা পদে একজনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।