‘ইয়াবাসহ’ সাবেক ভিপি আটক

গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুলকে (৫০) আটক করেছে পুলিশ। এ সময় তাঁর প্যান্টের পকেট থেকে ২০টি ইয়াবা বড়ি পাওয়া যায় বলে পুলিশ দাবি করেছে।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার নতুন ব্যাংকের মোড় এলাকার কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার বালীগাঁও গ্রামে। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাঁর কোনো পদ নেই।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলম চাঁদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌর এলাকার নতুন ব্যাংকের মোড় এলাকার কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে আবুল হাসনাত চৌধুরী টুটুলকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।