আদালতে গেলেন বিএনপি নেতা, পেলেন ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। আজ বুধবার সকালে হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে গেলে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর কমিটির নতুন সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল উপস্থিত ছিলেন।
গত সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নাম ঘোষণা করে।
কাজী মনিরুজ্জামান মনির নতুন দায়িত্ব পেয়ে এনটিভি অনলাইনকে বলেন, নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসনে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য দল গোছানোর কাজ করবেন তিনি।
কাজী মনির আরো বলেন, শুধু বিএনপি নয়, আওয়ামী লীগসহ সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, আসুন রাজনীতিতে শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করতে ঐক্যবদ্ধভাবে কাজ করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য তিনি রাজনীতির মাঠে কাজ করার কথা ব্যক্ত করেন।
২০১৩ সালের ২ ডিসেম্বর বিএনপির আন্দোলনের সময় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কাজী মনিরসহ পাঁচজন আজ বুধবার আদালতে হাজিরা দেন।