গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় অধ্যক্ষ নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদল কৃষ্ণ বিশ্বাস। তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
কয়েকজন প্রতক্ষ্যদর্শী জানায়, সকালে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন বাদল। তিনি উপজেলা পরিষদের সামনে গেলে মাটিভর্তি একটি ট্রলি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, উপজেলা পরিষদের সামনে বাদল কৃষ্ণকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে বাদলের মৃত্যুতে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদের নেতারা হাসপাতালে ও বাদলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান।