মন্ত্রিসভার অভিনন্দন পেলেন প্রধানমন্ত্রী

কানাডার আদালতে বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শফিউল আলম বলেন, ‘কানাডার আদালতে বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগে বিচারাধীন মামলাটি খারিজ হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।’
সচিব বলেন, ‘এ বিষয়টি নিয়ে মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করেছেন। এ সেতুর নির্মাণকাজ আরো দুই বছর আগেই শেষ হতো। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হতো বলে মন্ত্রিসভা মনে করে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়। বিশ্বব্যাংকের অভিযোগের পর প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি।’ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কথাই সত্য হলো বলে জানান সচিব।