ময়মনসিংহে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক কারাগারে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার লিটন মিয়াকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল সোমবার ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত লিটন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত রোববার রাতে হালুয়াঘাটের পৌরশহরের আকনপাড়ায় অভিযান চালিয়ে লিটন মিয়াকে আটক করা হয়। তাঁর বড় ভাই নাজিম উদ্দিন হালুয়াঘাট উপজেলা যুবলীগের সহসভাপতি।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, রোববার রাতে গোপন খবর পেয়ে ডিবির উপপরিদর্শক (এসআই) কৃপা সিন্ধু, এসআই ওমর ফারুক ও চার কনস্টেবল হালুয়াঘাটের পৌরশহরের আকনপাড়ায় অভিযান চালায়। সেখানে হাদিসের মোড় এলাকায় ইয়াবা বিক্রির সময় লিটনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর কাছ থেকে ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই কৃপা জানান, লিটনের নামে হালুয়াঘাট ও টেকনাফ থানায় দুটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া হালুয়াঘাট থানায় একটি মারামারির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে লিটন কক্সবাজারের টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদক ব্যবসা করছেন।
গ্রেপ্তারের পর এসআই ওমর ফারুক রোববার রাতেই মাদকদ্রব্য আইনে হালুয়াঘাট থানায় লিটনের নামে একটি মামলা করেন।