ঝিনাইগাতীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি উপকেন্দ্র থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। আজ রোববার সকালে ঝিনাইগাতীর মাটিপাড়ায় অবস্থিত ওই উপকেন্দ্র থেকে ৩০-৩২ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে উপজেলার মাটিয়াপাড়ায় পিডিবির উপকেন্দ্রের তত্ত্বাবধায়ক কামরুল হাসান কেন্দ্রের সীমানার ভেতর একটি লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তত্ত্বাবধায়ক কামরুল হাসান জানান, শনিবার রাতে উপকেন্দ্রে তালা দেওয়ার সময় তিনি কিছু দেখেননি। কিন্তু আজ সকালে কেন্দ্রের গেটের তালা খুলে ভেতরে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মৃতদেহের ডান চোখে জখম ও ফোলার দাগ রয়েছে।