টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকার আশেকপুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ট্রাকচালক এবং অপরজন বাসের নারী যাত্রী। তবে তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় আতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার কফিল উদ্দিন জানান, হাসপাতালে আহত যাদের ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও ট্রাকচালকের সহকারীসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।