খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল নন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। কারণ এ দলটির জন্মই হয়েছে সামরিক ছাউনিতে বসে বেআইনি পন্থায়। সেই দলের নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না, এটাই স্বাভাবিক।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল। আদালত থেকে ৫০ থেকে ৬০ বার তাঁকে আদালতে হাজিরার দিন ধার্য করলেও তিনি (খালেদা জিয়া) মাত্র ৮-১০ দিন হাজিরা দিয়েছিলেন। এখন তিনি শেষ সময় এসে নিরূপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন।
খালেদা জিয়ার উদ্দেশে হানিফ আরো বলেন, অতীতে তিনি (খালেদা জিয়া) আইনের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছেন, সেটা থেকে বিরত থাকবেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা উপস্থিত ছিলেন।