নেত্রকোনায় সার জব্দ, পাচারের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলা থেকে আজ বৃহস্পতিবার ২০ বস্তা সার পাচারের অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
নেত্রকোনার আটপাড়া উপজেলা থেকে ২০ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
এঁরা হচ্ছেন আনিছুর রহমান (২৫) ও মীর কাশেম (৪৫)। তাঁদের বাড়ি পাশের মদন উপজেলায়।
আজ বৃহস্পতিবার সকালে আটপাড়া উপজেলার টেংগাবাড়ী এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল ইসলাম জানান, আটককৃতরা উপজেলার তেলিগাতী বাজার থেকে দুটি অটোরিকশা করে ২০ বস্তা সার মদন নিয়ে যাচ্ছিলেন। গোপনে সংবাদ পেয়ে তাঁদের আটক করা হয়।
ওসি আরো জানান, তেলিগাতী বাজারের সার ডিলার সালেক আহমেদের ঘর থেকে এসব সার যাচ্ছিল। তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সার ডিলার বা আটকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।