পাবনায় মিছিলে লাঠিপেটা, যুবদল নেতাসহ আটক ৫

পাবনায় যুবদল ও ছাত্রদলের মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজনের নাম জানিয়েছে পুলিশ। তাঁর নাম শাহীন শেখ। তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ওই মিছিল করেন তাঁরা। মিছিলটি শহরের নিউমার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওই নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় মিছিলটি শহরে ভেতর যেতে দেওয়া হয়নি। কিন্তু এরপরও নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় তাঁরা পুলিশকে পাল্টা ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।’