গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠিয়েছে।
নিহত যুবকের নাম সোহাগ (৩০)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটের কুতিকুড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ভুরুলিয়া মার্কাজ মসজিদের পাশে রেললাইনে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সকাল ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এএসআই আরো জানান, ট্রেনে কাটা পড়ে সোহাগের দুই পা দেহ থেকে আলাদা হয়ে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই রুটে চলাচলকারী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।