নানা আয়োজনে সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে সাংবাদিক ও প্রাক্তন ছাত্রনেতা পথিক সাহার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার ২৯ জানুয়ারি ছিল তাঁর মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে ‘সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ’ ও প্রয়াতের পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামের পৈতৃক নিবাসে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক পথিক সাহা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবারের কর্মসূচিতে ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ’ শীর্ষক আন্তস্কুল বিতর্ক, দেওয়াল পত্রিকা প্রকাশ, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৷
ওই দিন বিকেলে পথিক সাহার কর্মজীবনের ওপর কেন্ত্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য প্রণয় কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এ সময় বক্তব্য দেন প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী, কৃষিবিদ আজিজুল রহমান বাদল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার, সোহরাব হোসেন প্রমুখ।
এ দিনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাতে শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ করানো হয়।
দ্বিতীয় ও শেষদিন আজ রোববার দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ এবং দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা পথিক সাহা ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে হৃদরোগে আক্রান্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের সভাপতি নূহ-উল আলম লেনিন ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য তাঁর সতীর্থ, স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।