নেত্রকোনায় আখেরি মোনাজাতে লাখো মুসল্লি

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নেত্রকোনার তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ শনিবার দুপুরে জেলার রাজুর বাজার এলাকায় কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মোহাম্মদ হোসাইন মোনাজাত পরিচালনা করেন।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা।
বিশ্ব ইজতেমার পর প্রথমবারের মতো এই আঞ্চলিক ইজতেমাকে ঘিরে নেত্রকোনা সদরসহ ১০ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মুসল্লি অংশ নেন। প্রায় ৫০ একর জমিতে আয়োজিত এ ইজতেমায় বিদেশ থেকেও মুসল্লিরা উপস্থিত হন। ইজতেমায় দেশি-বিদেশি মারকাজের মুরুব্বিরা মুসলিম দুনিয়া ও আখিরাতের নৈকট্যলাভের ফজিলত সম্পর্কে তিনদিন ধরে বয়ান দেন।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী ও পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ইজতেমায় উপস্থিত ছিলেন।
ইজতেমায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ প্রায় সাত শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন।