দেশে গণতন্ত্র নেই : ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘দেশে গণতন্ত্র অনুপস্থিত, আইনের শাসন নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই স্লোগান আর কথা বলে কাজ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে আমাদের কাজ করতে হবে।’
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ত্রিবার্ষিক সম্মেলনে মঈন খান এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ সবার সহযোগিতায় সেই নেতৃত্বকে শক্তিশালী করতে চায় মহিলা দল।
জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।
এ সময় অন্যদের মধ্যে ব্ক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপন, সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা, মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি হেলেন জেরিন খান, নূরজাহান ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার প্রমুখ।