পাল্লা দিতে গিয়ে বাস উল্টে একজন নিহত

রাজধানীর কারওয়ান বাজারে দুটি বাস পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। একটি বাস উল্টে যায় এবং একটি বাস সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সাংবাদিক, নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী দুটি ৮ নম্বর বাস একে অপরকে কাটানোর চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান উল্টে যাওয়া বাসটির চালকের সহকারী (হেলপার)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের একজন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক।
কয়েকজন যাত্রী জানান, ছুটির দিন হওয়ায় ফাঁকা রাস্তায় যাত্রী নিয়ে বিপদজ্জনকভাবে প্রতিযোগিতা করছিল গাবতলীগামী বাস দুটি। একজন অপরজনকে রাস্তা দিচ্ছিল না। প্রতিযোগিতার একপর্যায়ে এক বাসের ধাক্কায় অপর বাসটি সম্পূর্ণ উল্টে যায়।
আমাদের হাসপাতাল সংবাদদাতা জানান, হাসপাতালে একজনের লাশ আনা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।