ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলি

হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুড়িয়ে ফেলা হয়েছে সাতটি মোটরবাইক।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের পর কলেজে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে অন্তত ২০টি গুলিবিনিময় হয়। কলেজের উত্তর হলের ফটকের সামনে রাখা সাতটি মোটরবাইক পুড়িয়ে ফেলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তল্লাশি চালানো হয় হলগুলোতে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কলেজের হলগুলোর সামনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুলসংখক পুলিশ সদস্য।
পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরকার এনটিভি অনলাইনকে বলেন, কলেজের ভেতরে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এতে বেশ কয়েকটি মোটরবাইকে আগুন দেওয়া হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল ও মামুন। রাত ৮টার দিকে মাথায় ভারী বস্তুর আঘাত নিয়ে হাসপাতালে যান রাসেল। তাঁর মাথায় দুটি সেলাই দেওয়া হয় এবং মামুন প্রাথমিক চিকিৎসা নেন। পরে চিকিৎসা নিয়ে তাঁরা দুজনই চলে গেছেন।