ভারতের সম্মতি, নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনবে সরকার

বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের ভূমি ব্যবহার করে আমরা নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনব। এ ব্যাপারে ভারতের সম্মতি পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ আমদানির বিষয়ে নেপালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নসরুল হামিদ। তিনি জানান, দেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
নসরুল হামিদ বলেন, ‘আশা করছি আগামী এক মাসের মধ্যে নেপালে গিয়ে আমরা চুক্তি করব। নেপালে বাংলাদেশ সরকার অর্থ বিনিয়োগ করবে। আমরা অর্থ বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছি। নেপাল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে আমাদের দেশে নিয়ে আসব।’
সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে নতুন করে ভাববে কি না এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘রামপাল প্রকল্প থেকে সরে আসার কোনো সুযোগ নেই।’