‘যৌথ প্রচেষ্টাই পারে মৌলবাদ থেকে রক্ষা করতে’

দেশের মানুষের যৌথ প্রচেষ্টা ছাড়া কোনো সরকারই মৌলবাদ দূর করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।
আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলনের শেষ দিনে এ কথা বলেন এইচ টি ইমাম।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মানুষের যৌথ প্রচেষ্টাই পারে মৌলবাদ থেকে রক্ষা করতে। তা না হলে কোনো সরকারই এটা করতে পারবে না। সুশীলসমাজের সদস্যরা জনগণের মধ্যে সভা-সমাবেশ করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’ এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মনে করেন তিনি।
সংগঠনটির জাতীয় সম্মেলনে ‘বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বি-মৌলবাদীকরণের কৌশল’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, দেশকে মৌলবাদমুক্ত করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে এক হয়ে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।
দুদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে আজ অনুষ্ঠানে অংশ নেন দেশ-বিদেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনীতিবিদরা।