নেত্রকোনায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। এ প্রতিযোগিতার স্লোগান ছিল- ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’।
নেত্রকোনা জেলা ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে আটপাড়া উপজেলার তেলিগাতী বি এন এইচ কে একাডেমি মাঠে আজ বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আটপাড়া উপজেলার চেয়ারম্যান হাজি মো. খায়রুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমর কৃষ্ণ দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী জানান, দড়ি লাফ, দৌড়, লম্বা লাফ, হাডুডু, দাড়িয়াবান্ধাসহ প্রায় ২৫টি খেলার প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ৩১৫ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে আটপাড়া উপজেলার চেয়ারম্যান হাজি মো. খায়রুল ইসলাম সুস্থ ও মাদকমুক্ত আগামী প্রজন্ম গড়তে শিশুদের খেলাধুলার প্রতি আরো মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানান।