বিদায় দেবে বলে ছাত্রলীগের চাঁদা!

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে অবস্থিত মুন্সীগঞ্জ পলিটেকটিক ইনস্টিটিউশনের ইন্টার্ন শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তিন মাসের ইন্টার্ন কোর্স শেষ করার পর আজ মঙ্গলবার সরকারিভাবে প্রত্যেক শিক্ষার্থীকে ১৩ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। শিক্ষকরা এক হাজার টাকা করে কেটে রেখে দিচ্ছেন। আর কলেজের ক্লাসরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা ৫০০ টাকা করে চাঁদা নিচ্ছেন।
এ বিষয়ে পলিটেকটিক ইনস্টিটিউশন শাখা ছাত্রলীগের সভাপতি তারিফ হাসান বলেন, ‘টাকা নিচ্ছি ঠিকই, কিন্তু জোরপূর্বক নেওয়া হচ্ছে না। ইন্টার্ন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে চেয়ে নিচ্ছে। মাত্র ১২ জন শিক্ষার্থী টাকা দিয়েছে।’
পলিটেকটিক ইনস্টিটিউশনের অধ্যক্ষ জহিরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১২ হাজার টাকা করেই দেওয়া হচ্ছে। শিক্ষকরা এক হাজার টাকা করে রাখছেন। কিন্তু ছাত্রলীগ নেতারা টাকা নিচ্ছেন কি না তা জানি না।’