ডোবায় মিলল অজ্ঞাত যুবকের লাশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বড়ইহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বারহাট্টার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মামুন খান চিশতি জানান, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বারহাট্টা থানার উপপরিদর্শক মনসুর আহমেদ জানান, সদর ইউনিয়নের বড়ইহাটি গ্রামের একটি ডোবায় লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান উপপরিদর্শক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার রাতেই দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে লাশ ডোবায় ফেলে পালিয়ে গেছে। নিহত যুবকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান তিনি।