গোপালগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষ, দুজন নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের জিহাদ কাজীর ছেলে রেজাউল কাজী (২০) এবং দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০)।
আহত তিন শ্রমিক হলেন ট্রাকের চালক বণিক, শ্রমিক সজল ও মারুফ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে খুলনা থেকে কুমিল্লা যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। সেটি গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এলে ঘন কুয়াশার কারণে অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক ট্রাকের ৫ শ্রমিক আহত হন।
অবস্থা গুরুতর হলে তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় দুই শ্রমিকের।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত শ্রমিকদের লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ও তাঁর দুই সহকারীকে আটক করা হয়েছে।
আহত তিন শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।