ফায়ার সার্ভিসকর্মীদের দিকে ‘তেড়ে গেলেন’ মালিকরা

তখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন। আজ মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর বেশ ক্ষিপ্ত ছিলেন দোকান মালিকরা।
দুপুর দেড়টার দিকে হঠাৎ একজন দোকান মালিক তেড়ে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের লক্ষ্য করে বলেন, ‘আপনারা গাড়ি নিয়ে সরে যান, চলে যান। সকাল থেকে চেষ্টা করেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।’ তাঁর সঙ্গে আরো কয়েকজন ছিলেন।
ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডকে নাশকতা বলে অভিযোগ করেছেন। এ ছাড়া আগুন লাগার দীর্ঘক্ষণ পরও ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের কাজ শুরু করেনি বলে অভিযোগ তাঁদের। এই অভিযোগে আজ ভোরে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট আনার দাবিতে বিক্ষোভও করেন তাঁরা।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। আগুনে মার্কেট ভবনটির একাংশ ধসে পড়ে।
ধসে পড়া অংশে কাঁচাবাজার ও বেশ কিছু কাঁচামালের দোকান ছিল। এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু দুপুর ১টা পর্যন্ত ভবনটিতে আগুন জ্বলছিল।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক সমর চন্দ্র বিশ্বাস জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।
সকাল ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে যান ডিএনসিসির মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ীরা। তাঁরা অনেকেই অগ্নিকাণ্ডে তাঁদের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।